হাদি
Ershad Mondol
এতদিন—হাদী, তুমি ছিলে মাটির মানুষ!
আজ—তুমি আলো!
তুমি চেতনা! তুমি প্রশ্ন!
মৃত্যুর আবরণ ছিঁড়ে গেছে—
মুক্ত হয়েছে তোমার নূর!
সে আলো ছুটে গেছে
জীবনের সীমা ভেঙে,
সময়কে অতিক্রম করে!
মৃত্যুতে তোমার নবজন্ম—
কারণ যে যায় আলোর পথে
সে কখনো মরে না!
সে রূপান্তরিত হয়—
ইতিহাসে!
তুমি রয়ে গেলে—
বাতিঘর!
অন্ধকার সময়ের ঘোষণা!
দেশপ্রেমিক হৃদয়ের
চিরজাগ্রত শপথ!
কিন্তু বলো—
এই আলোর মূল্য কত ভারী!
এক মা— জনমদুখিনী!
এক শিশু— পিতৃহীন!
এক ঘর— নিঃশব্দ কবর!
এই কান্না কোনো দুর্বলতা নয়—
এই কান্না প্রশ্ন!
এই শোক—
আমাদের দায়িত্ব!
হ্যাঁ—
মৃত্যু অনিবার্য!
সবাই মরবে— এটাই সত্য!
কিন্তু সব মৃত্যু সমান নয়!
কিছু মৃত্যু—
জাতিকে জাগায়!
কিছু মৃত্যু—
ইতিহাস বদলায়!
আর কিছু মৃত্যু—
নতুন ভোর ডেকে আনে!
তোমার মৃত্যু—
এক নবজন্ম!
এক নতুন ইতিহাস!
নতুন দিগন্ত!
নতুন ভোর!
নতুন দিশা
বিভ্রান্ত পথিক—
দিশা খোঁজো?
তবে তাকাও—
এই আলোর দিকে!
এই রক্তের দিকে!
এই শহীদের দিকে!
কারণ—
এই আলো মিথ্যা বলে না!
এই রক্ত বৃথা যায় না!
এই মৃত্যু শেষ নয়।
এই মৃত্যু—
শপথ!
এই মৃত্যু—
প্রতিজ্ঞা!
এই মৃত্যু—
আগামীর বাংলাদেশ!
পৃথিবীতে—
তুমি রয়ে গেলে
সকল বাংলাদেশির বিবেকে!
আর পরকালে—
আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই
তোমাকে
জান্নাতুল ফেরদৌসের
অতিথি হিসেবে কবুল করেছেন!
হাদী—
তুমি গেলে না!
তুমি জ্বলে থাকলে!
আলো হয়ে!
চেতনা হয়ে!
ইতিহাস হয়ে!