কবিতা: বিদ্রোহ Writer: Md NRM Fuad
বন্ধু আজ বসিলে নিরবে,
জিজ্ঞেস করলাম — ঘটনা কী তবে?
নতুন তাহলে কি গল্প রবে?
গল্পে গল্পে আবারো কি হাস্যরস খেলা হবে?
বন্ধু তার মুখটি ভার,
বললো সবে —
“শুনলাম আজ বিদ্রোহ হবে,
বিরাট বড় দাঙ্গা হবে,
দালানকোঠা ভাঙা হবে।”
শুনি তবে, এ কী কথা?
বিদ্রোহ হবে — ভালো কথা।
সমাজের সমস্যা তাতে থাকবে রটা,
ভাঙা কেন তবে?
বন্ধু বলে, আমি ও বলি একই কথা —
মুখে মোদের মাতৃভাষা।
মুখ থাকতে কেন আমাদের,
বেকার এত রক্ত ভাসা?
প্রশ্ন বাধে —
একে কি বিদ্রোহ বলে?
নাকি রক্তের পিপাসা মিটাবে বলে?
করে বন্ধুর খবর কর্ণপাত,
বসে বসে ভাবি —
শান্ত সমাজ এক সোনার পাত।