আজও কী স্বাধীন??
আজও কী স্বাধীন
লেখক :মিসির আলী (ছদ্মনাম)
---------------------
ভাবাক্রান্ত রচনাবলিকে সামনে নিয়ে
ভেবেই চলছি আজ, চিরন্তন গাধামি চেতনায়।
এ কী মোর স্বাধীন দেশ, এই কীর্তি বাঙালির!
সেই কী এমন হওয়া কথা ছিল মোর সোনার বাংলায়,
যে ৩০ লাখ শহীদ এর রক্তের দাগ দিয়ে সোনার পতাকায়,
আজও না কত মায়ের কোল খালি করে রাজপথে
পড়ে আছে বাংলার দামাল ছেলের রক্ত বিন্দু দিয়ে,
শুয়ে আছে ঐ মাটির ঘরে গিয়ে।
সাহসী ছেলে সাঈদ গিয়ে বুক উচিয়ে রঙিন করল রাজপথ।
তাহার মতো কত শত সাঈদ শহীদ হয়ে পড়ে আছে
বাংলার পথ।
লাল সবুজের পতাকায় আজো রয়ে গেলো লাল।
যেথায় খোঁজের কথা সবুজের বুকে কেনো লাল,
সেথায় আজ প্রশ্ন বিদ্ধ রক্ত কনিকায় রাঙায় কেনো
সবুজের সমাহার।
সাম্যের বেড়া জালের বিস্তার, নাহি থাকুক সবুজ -লাল বেড়া জালে।
অধিকার সমান পাক অপামোর জনোকূলে।।
আজও মনে পড়ে যায় সেই গান,,
স্বাধীনতা কী বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া,
স্বাধীনতা কী বটমূলে বসে বৈশাখী গান গাওয়া।
স্বাধীনতা কী বুদ্ধিজীবীর ব্যক্তিতা সেমিনার।
স্বাধীনতা কী শহীদ ব্যদ্ধিতের পুষ্পের সমাহার।
স্বাধীনতা কী গল্প, নাটক,উপন্যাস, আর কবিতায়
স্বাধীনতা কী আজ বন্ধী আনুষ্ঠানিকতায়।
কী দেখার কথা কী দেখছি, কী শোনার কথা কী শুনছি, কী ভাবার কথা কী ভাবছি!
৫৩ বছর পরেও আমি স্বাধীনতাকে খুচ্ছি।।