Skip to Content

Bir

লেখিকা: তানজিলা বসরী দ্বীনিকা
November 18, 2025 by
Bir
MUKTO AL MAMUN
| No comments yet

বীর

~ তানজিলা বসরী দ্বীনিকা


একতা আর বিশ্বাসের জোর

মহাযুদ্ধ পর্যন্ত থামিয়ে দিতে তৎপর।

পরিশেষে বিজয় ঠিকই হয় অর্জিত;

বীরকে ভীত 

 করা অসম্ভব বুকের নিকট 

গুলি তাক করে প্রকট

উদ্বেগ সৃষ্টির চেষ্টা করলেও।

প্রাণরক্ষা করার চেয়েও শ্রেয় 

এদের কাছে সত্যকে রক্ষা করা;

শক্তিশালী কংক্রিটে গড়া 

তাদের হৃদয় 

গুড়িয়ে দেবার নয়

পার্থিব নিছক ভয় 

সঞ্চারের মাধ্যমে।

অবিনাশী উদ্যমে 

এদের দ্বারা নিশ্চিত হয় স্বাধীনতার 

প্রতিষ্ঠা পৃথিবী জুড়ে ছড়িয়ে কল্যাণের সমাচার।


ছন্দ:

ক ক খ খ গ গ ঘ ঘ ঙ ঙ চ চ চ ছ ছ জ জ


অ্যাসোসিয়েট অব কন্টেন্ট রাইটিং

রাইটার্স ক্লাব বিডি।

Sign in to leave a comment