Skip to Content

Kobita :Bertho

Nrm Fuad
November 3, 2025 by
Kobita :Bertho
MUKTO AL MAMUN
| No comments yet

কবিতা: ব্যর্থ Writer :Md NRM Fuad

ব্যর্থ

আকাশের দিকে চেয়ে দেখি
তাঁরা -য় তাঁরা-য় কত ঝিলমিলি।
ধবধবে আবছা আলোয় তাঁরা দেখি,
করছে তাঁরা মিলামিলি।
হাসছে তারা, গাইছে তারা—
কে বলবে দেখে, তারা-ই নাকি স্বপ্নহারা?

কত তাঁরা হারিয়ে যায়,
শুধু স্মৃতিমাখা একটা চিঠি রেখে যায়।
চিঠিতে লেখা কত গল্প,
সে চেয়েছিল স্বল্প—
শুধু মনের মতো বাঁচতে,
নিজের জীবনের এক আলাদা কোঠরিতে থাকতে।
ছিল না তাদের সাধ্য,

সমাজে যেখানে A+ পাওয়াই একমাত্র স্বার্থ।
তারা ছিল ব্যর্থ।

ইচ্ছে হয়, শুধু জিজ্ঞেস করি তাদের—
A+ পাওয়াতেই কেন থাকবে স্বার্থ?
বাকি খাতরা কি তবে আজ ব্যর্থ?
সবাই যদি পায় A+ , পড়ার মূল্য কোথায়?
কম মার্কেও যে জীবন গড়ে, 

এটা মানা এই সমাজের কেন এত বড় দায়?

Sign in to leave a comment