কবিতা: মুক্তির কাব্যকথন
কবি: ফারজানা ফাউজিয়া মুগ্ধতা
Farjana Faujia Mughdhota
ধূসর পৃথিবীর বুকে
তোমার পদচিহ্নে হোক
নতুন সকালের আগমন।
যেখানে ক্ষুধা নয়
থাকবে সম অধিকার,
বাজবে স্বাধীনতার কাব্যকথন।
মনমাতানো অপরুপ সকালে
সেথায় স্নিগ্ধ শাপলা ফুল
মনের আনন্দে ফুটবে,
আশার উজ্জ্বল আলো
প্রতিটি হৃদয়ে জ্বলবে।
শোষণের দেয়াল ভেঙে
তুমি হেঁটে যাও
সেই পৃথিবীর খোঁজে।
মুক্তির বাতাস,
স্বাধীনতার শব্দ
তোমার পদচিহ্নে
নিক জন্ম।
ধূসররঙের ইতিহাস
দিবার আলোতে
নতুন রূপ নেবে,
অন্ধকার যতই গাঢ় হোক
তোমার প্রত্যয়ের শিখা
সব আঁধার ছিন্ন করবে,
শহর আর গ্রামের
প্রতিটি কোণে কোণে
মুক্তির সুর বাজবে।