Skip to Content

Muktir Kabbokothon

By Farjana Faujia Mugdhota
November 24, 2025 by
Muktir Kabbokothon
MUKTO AL MAMUN
| No comments yet

কবিতা: মুক্তির কাব্যকথন

কবি: ফারজানা ফাউজিয়া মুগ্ধতা

 Farjana Faujia Mughdhota


ধূসর পৃথিবীর বুকে

তোমার পদচিহ্নে হোক

নতুন সকালের আগমন।

যেখানে ক্ষুধা নয়

থাকবে সম অধিকার,

বাজবে স্বাধীনতার কাব্যকথন।


মনমাতানো অপরুপ সকালে

সেথায় স্নিগ্ধ শাপলা ফুল

মনের আনন্দে ফুটবে,

আশার উজ্জ্বল আলো

প্রতিটি হৃদয়ে জ্বলবে। 

শোষণের দেয়াল ভেঙে

তুমি হেঁটে যাও 

সেই পৃথিবীর খোঁজে।


মুক্তির বাতাস, 

স্বাধীনতার শব্দ

তোমার পদচিহ্নে

নিক জন্ম।


ধূসররঙের ইতিহাস

দিবার আলোতে 

নতুন রূপ নেবে,

অন্ধকার যতই গাঢ় হোক

তোমার প্রত্যয়ের শিখা

সব আঁধার ছিন্ন করবে,

শহর আর গ্রামের 

প্রতিটি কোণে কোণে

মুক্তির সুর বাজবে।

Sign in to leave a comment